January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 18th, 2021, 12:38 pm

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০

অনলাইন ডেস্ক :

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ৭০ হয়েছে। শুধু জার্মানিতেই মারা গেছে অন্তত ১শ’ ৪৩ জন। এছাড়া বেলজিয়ামে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা।

তবে উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। জার্মানিতে বেশ কিছু জায়গায় পানি নামতে শুরু করলেও অবনতি হচ্ছে নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা পরিস্থিতি।