January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 8:12 pm

ইউরোপে মানব পাচার: কুমিল্লায় মূলহোতাসহ আটক ৩

কুমিল্লা থেকে ইউরোপে মানব পাচারের সঙ্গে জড়িত এক চক্রের প্রধান ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল।

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন-২ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, আটক ব্যক্তিরা হলেন- মূল হোতা সোহেল মজুমদার ও তার দুই সহযোগী জাকির হোসেন ও আবু নোমান।

সবাই কুমিল্লার বাসিন্দা বলে জানিয়েছেন র‍্যাবের এই অধিনায়ক।

তিনি বলেন, ৯ সেপ্টেম্বর দুলাল মিয়া নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, সাইপ্রাসে সোহেলের বিরুদ্ধে নথি জালিয়াতি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে অন্তত আটটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সাইপ্রাস হয়ে ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত সোহেল।

আটকদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

—-ইউএনবি