অনলাইন ডেস্ক :
ওয়েম্বলিতে রোববার জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের নারী ইউরো ২০২২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের কোন ম্যাচে দর্শক উপস্থিতির এটা নতুন রেকর্ড। পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শক উপস্থিতির থেকে কালকের এই রেকর্ড প্রায় দ্বিগুণ বেশি ছিল। এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে ইউরোর এবারের আসরের শুরু করেছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে ৬৯ হাজার দর্শক ইংল্যান্ডের সমর্থনে মাঠে উপস্থিত হয়েছিলেন। এটাও একটি নতুন রেকর্ড। নারীদের কোন ম্যাচে এর আগে সর্বোচ্চ ৪১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিনশীপের ফাইনালে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৯ হাজার ১১৫ জন। ১৯৬৪ সালের ফাইনালের ঐ ম্যাচটিতে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি হয়েছিল।
আরও পড়ুন
শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের
ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম
পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল বাংলাদেশ