January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 7:46 pm

ইএসপিএনের সেরা ফরোয়ার্ড মেসি

অনলাইন ডেস্ক :

ব্যালন ডি’অর অনুষ্ঠানের পরদিনই এ বছরের সেরা দশ ফরোয়ার্ড নির্বাচন করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন এফসি। ২০২১ সালে খেলা ফরোয়ার্ডদের মধ্য থেকে সেরা দশজনকে বাছাই করেছে তারা। সেই তালিকায় শীর্ষে অবস্থান করছেন সদ্য ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। মেসি সেরা ফরোয়ার্ড হলেও সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোস্কি। মূলত আক্রমণভাগে খেলা প্রতিটি ফুুটবলারই একেকজন ফরোয়ার্ড। আর প্রতিপক্ষ গোলরক্ষকের একেবারে কাছে যিনি খেলেন তাকে বলা হয় স্ট্রাইকার।
একনজরে সেরা দশ ফরোয়ার্ড (১০-১) :
১০) জেরার্ড মরেনো (ভিলারিয়াল)
০৯) ধুসান ট্যাডিক (আয়াক্স)
০৮) কাই হাভার্টজ (চেলসি)
০৭) ম্যামপিস ডিপেই (বার্সালোনা)
০৬) সন হুয়াং মিন (টটেনহাম)
০৫) নেইমার জুনিয়র (পিএসজি)
০৪) মোহাম্মদ সালাহ (লিভারপুল)
০৩) এমবাপ্পে (পিএসজি)
০২) রোনালদো (ম্যানইউ)
০১) মেসি (পিএসজি)
ইএসপিনের চোখে সেরা স্ট্রাইকার হওয়া লেভানদোস্কির পরই রয়েছেন আর্লিং হালান্ড। তিনে করিম বেনজেমা ও চারে রোমেলু লুকাকু।