অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল। পরিচালক হিসেবে প্রথম সিনেমা ‘কিল হিম’ মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এ সিনেমার সিক্যুয়েল করতে যাচ্ছেন ইকবাল। সিনেমার নাম ‘কিল হিম-২’। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইকবাল বলেন, অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর। এরইমধ্যে তার সঙ্গে কথা হয়েছে। এখন স্ক্রিপ্টের কাজ চলছে তার পাশাপাশি অভিনেতার সঙ্গে কথা এবং চুক্তির পর্ব চলছে।
এ সিনেমায় আরও কে কে অভিনয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘তা এখনই বলতে চাচ্ছি না। তবে বরাবরের মতো এবারও থাকছে চমক। যা সময় নিয়েই প্রকাশ্যে আনতে চাই। ইচ্ছে আছে কয়েকদিন পর সংবাদ সম্মেলন করে বিষয়গুলো সামনে আনার। তখনই সকল শিল্পীদের নাম ঘোষণা করব।’সম্প্রতি মোহাম্মদ ইকবাল কাজ শেষ করেছেন ‘ডেড বডি’ নামে একটি সিনেমার কাজ। এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত