January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 22nd, 2025, 2:24 pm

‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে তাকে বলিউডের ছবিতে সেভাবে তাকে দেখা যায় না। সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেচে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

তবে এবার নতুন করে বিতর্কে জড়ালেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বাথরুম পোশাক পরিবর্তনের ভিডিও। অভিনেত্রী দাবি করেছেন এ ভিডিও তিনি ইচ্ছাকৃত ভাবে ফাঁস করেছিলেন।

অবশ্য উর্বশীর ওই ভিডিও আসলে ‘ঘুসপেঠিয়ে’ নামের এক ছবির দৃশ্য। বাথরুমে পোশাক পরিবর্তনের ভিডিওর বিষয়ে উর্বশী বলেন, ‘ছবির নির্মাতাদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। তাই তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন।’

‘আর তারপরই তারা ওই ভিডিও ব্যবহারের জন্য আমার কাছে অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও তারা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’

প্রসঙ্গত, ছবিটি বক্স অফিসে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ক্রাইম ড্রামা গোত্রের ছবিটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি।