সাবেক এলজিআরডি মন্ত্রী ও ফরিদপুর-৩ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংসদীয় পর্যবেক্ষণ সংস্থার চেয়ারম্যান করা হয়েছে।
রবিবার সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।
দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করা খন্দকার মোশাররফ হোসেন সংসদে অনুপস্থিত।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংসদে তার অনুপস্থিতির কারণে কোনো বৈঠক করতে পারেনি।
সংসদীয় সংস্থাটি ২০২২ সালে মাত্র দুটি বৈঠক করেছে।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, একটি সংসদীয় সংস্থার প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা।
কিন্তু গত ১০ মাসে সংসদীয় কমিটি কোনো বৈঠক করেনি।
—-ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?