October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 12:38 am

ইডিসিএলের এমডির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা

 

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এক নারী ইডিসিএলের এমডির বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও চাকরির আশ্বাস দিয়ে প্রতারণা এবং শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীকে বিয়ের প্রতিশ্রুতি ও চাকরির প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি প্রতিশ্রুতি অমান্য করেন বলে অভিযোগে বলা হয়।

মামলাটি ২০২৫ সালের ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা নং ১০২/২০২৫ হিসেবে দায়ের করা হয়। অভিযোগে উল্লিখিত ঘটনাগুলো ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ঘটেছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ পাননি।

এ বিষয়ে ইডিসিএলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে অভিযোগটি যাচাই করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

এনএনবাংলা/