অনলাইন ডেস্ক :
ইতালিতে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তুরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।
বুধবার ছুটি থাকায় ইব্রাহিম বাসায় একাই ছিলেন। অপর দুই সঙ্গী কাজ থেকে বাসায় ফিরে তার দেহ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং বর্তমানে পুলিশ ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইব্রাহিম প্রায় তিন বছর ধরে শহরের একটি পিজ্জা রেস্টুরেন্টে কাজ করতেন।
এ বিষয়ে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “আমরা এখনও এ বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি। বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার