২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড়দিনের পর তার বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের তারিখ চূড়ান্ত না হলেও ডিসেম্বরের শেষ সপ্তাহকে লক্ষ্য রেখে প্রস্তুতি এগোচ্ছে। ইতালির প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন বা সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা সফর নির্ধারিত ছিল। তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক জটিলতায় সে সময় তার এশিয়া সফরসূচি—বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান—স্থগিত করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। ফলে সফরটি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জর্জিয়া মেলোনির সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক—এই তিনটি বিষয় আলোচনার মূল এজেন্ডা হিসেবে থাকবে।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তাছাড়া ২০২৫ সালের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফর করেন। সে সময়ই জর্জিয়া মেলোনির সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এক সম্মেলনে অংশ নিতে রোম সফর করেছেন, যেখানে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন—যা ছিল কোনো ইতালীয় প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জর্জিয়া মেলোনির আসন্ন সফরটি হবে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতির: রয়টার্স
যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না: তারেক রহমান
তফসিলের পর রাস্তায় আন্দোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রেসসচিব