অনলাইন ডেস্ক :
ইতালির রাজধানী মিলানে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার পর ধোঁয়ায় বিষক্রিয়া হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ৮১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ, যাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছরের মধ্যে।
যে কক্ষে বিছানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে দুই নারী পুড়ে মারা গেছেন এবং অন্য দুই নারী ধোঁয়ায় দম আটকে মারা গেছেন বলে জানা গেছে।
সবমিলিয়ে ভবনটিতে ১৬৭ জন বসবাস করতেন।
মিলানের মেয়র জিউসেপ সালা, যিনি নিরাপত্তার জন্য সিটি কাউন্সিলর মার্কো গ্রানেলির সঙ্গে ভবনটি পরিদর্শন করেছিলেন।
মিলানের মেয়র জিউসেপ সালা নিরাপত্তা বিষয়ক সিটি কাউন্সিলর মার্কো গ্রানেলির সঙ্গে ভবনটি পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘সংখ্যায় ছয়জনের এই মৃত্যু বেশ বড়।’
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এর তদন্ত শুরু করেছে।
লোমবার্ডির গভর্নর অ্যাটিলিও ফন্টানা হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে আঞ্চলিক কর্তৃপক্ষ ঘরহারা এই বয়স্ক নাগরিকদের জন্য বিকল্প বাসস্থান খুঁজে পেতে সহায়তা করার জন্য অবিলম্বে নিজেদের প্রস্তুত করছে।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে