নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন সাঁই, অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, কাঙাল হরিনাথ মজুমদারসহ অসংখ্য জ্ঞানী-গুণী মনীষীর স্মৃতিধন্য জেলা কুষ্টিয়া। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা।
কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কুষ্টিয়া জেলা পর্যটকদের তেমন একটা আকৃষ্ট করতে পারছে না। এমনকি ঘুরে বেড়ানোর সবচেয়ে উৎকৃষ্ট এই শীত মৌসুমেও কাঙ্ক্ষিত পর্যটক আসছে না। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও প্রচার প্রচারণার মাধ্যমে জেলার পর্যটন খাত সমৃদ্ধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় জমিদারি দেখাশোনা করার জন্য কলকাতা থেকে ট্রেনে চেপে কুষ্টিয়ার বড় রেলওয়ে স্টেশনে এসে নামতেন। সেই বড় রেলস্টেশনটি আজ সংস্কার ও যত্নের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রয়োজনীয় সংস্কার করে রবীন্দ্র স্টেশন নামকরণ করে যদি স্টেশনটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় তাহলে এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এছাড়া বড় রেলস্টেশনের সামনে যে টেগর লজ রয়েছে সেটিও যদি প্রয়োজনীয় সংস্কার করে সরকারি পৃষ্ঠপোষকতায় রবীন্দ্র জাদুঘর করা যায় তাহলে নিঃসন্দেহে এটি পর্যটকদের কাছে টানতে সক্ষম হবে। ১৯০৮ সালে স্থাপিত উপমহাদেশের এক কালের সবচেয়ে বড় বস্ত্রের মিল ঐতিহ্যবাহী মোহিনী মিল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মিলের অনেক জায়গাই এরই মধ্যে দখল হয়ে গেছে। যেটুকু জায়গা অবশিষ্ট রয়েছে সেটি সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়ে জাদুঘরে রূপ দেওয়া যেতে পারে। ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী এরকম নানান সমৃদ্ধ স্থাপনা রয়েছে কুষ্টিয়ায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি
কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি। বাগান, পুকুর, মূল ভবনসহ এই কুঠিবাড়ির আয়তন প্রায় ৩৩ বিঘা। মূল ভবনটি দাঁড়িয়ে আছে প্রায় আড়াই বিঘা জমির ওপর। অত্যন্ত মনোরমভাবে সাজানো এই কুঠিবাড়ি। কবির ব্যবহার্য অনেক জিনিসপত্রই রয়েছে এখানে। শিলাইদহ কুঠিবাড়িতে প্রতি বছর ২৫ বৈশাখ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়। গ্রীষ্মকালে এটি সর্বসাধারণের জন্য খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শীতকালে খোলা হয় সকাল ৯টায় এবং বন্ধ হয় বিকেল ৫টায়। সাপ্তাহিক বন্ধ রোববার। প্রবেশমূল্য সাধারণভাবে ২০ টাকা আর বিদেশি নাগরিকদের জন্য ১০০ টাকা। এছাড়া কুঠিবাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে কুঠিবাড়ি যেতে ব্যাটারিচালিত ইজিবাইকে জনপ্রতি ভাড়া মাত্র ৫০ টাকা। রিজার্ভ ভাড়া নিলে ৩০০ টাকা গুনতে হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের টেগর লজ
কুষ্টিয়ার বড় রেলস্টেশনের একেবারেই সামনে শহরের মিলপাড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা লাল রঙের দোতলা কারুকার্যখচিত দ্বিতল ভবনটি টেগর লজ হিসেবে পরিচিত। ১৮৯৫ সালে কবিগুরু টেগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক কাজে কুষ্টিয়ায় এসে এই টেগর লজ ভবনটি নির্মাণ করেছিলেন। প্রায় ৯ কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত টেগর লজের প্রবেশপথে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি রয়েছে। নিচতলায় একটি বড় হল ঘর এবং ওপরের তলার তিনটি ঘরের একটিতে কবিগুরুর আঁকা ১২টি ছবির অনুকৃতি রাখা হয়েছে। এই টেগর লজে বসে কবি অসংখ্য কবিতা রচনা করেছেন, যা পরে ক্ষণিকা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। কুষ্টিয়া শহরের মজমপুর থেকে এই টেগর লজের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। কুষ্টিয়া পৌরসভা দীর্ঘদিন ধরে এটি দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছে।
বাউল সম্রাট লালন সাঁইজির মাজার
কুষ্টিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থানগুলোর আরেকটি হচ্ছে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়া বা লালন সাঁইজির মাজার। এটি কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে অবস্থিত। এটি মূলত লালন ফকিরের সমাধিস্থল। সমাধি ঘিরে রয়েছে তার শিষ্যদের সারি সারি কবর। শিষ্য ও দেশ-বিদেশের বাউলরা এ আখড়ায় বিশেষ তিথিতে সমবেত হয়ে উৎসবে মেতে ওঠেন। বছরে দুবার এ জায়গায় লালন মেলা বসে। একবার দোল পূর্ণিমার সময়, আরেকবার কার্তিক মাসের ১ তারিখে। ওই সময় দেশের বিভিন্ন স্থান, এমনকি দেশের বাইরে থেকেও ভক্তরা দলে দলে এখানে ছুটে আসেন।
মাজারের সামনে মরা কালী নদী প্রাঙ্গণের উন্মুক্ত মাঠে রয়েছে বিশাল মঞ্চ এবং রাজঘাট। এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন যে কেউ। কুষ্টিয়ার মজমপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০ মিনিটে ব্যাটারিচালিত রিকশা কিংবা ইজিবাইকে লালন আখড়ায় আসা যায়। ইজিবাইকে জনপ্রতি ভাড়া ২০ টাকা।
মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা
বিষাদ সিন্ধুর রচয়িতা অমর কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায়। কুষ্টিয়া শহর থেকে ইজিবাইকে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় এখানে আসা যায়। তার এ বাস্তুভিটা ঘিরে বর্তমানে এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর ও অডিটোরিয়াম রয়েছে। সেখানে মীর মশাররফ হোসেনের ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়েছে।
কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর
হরিনাথ মজুমদার যিনি কাঙাল হরিনাথ নামে সমধিক পরিচিত। তিনি বাউল সংগীতের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি ফকির চাঁদ বাউল নামেও পরিচিত ছিলেন। কাঙাল হরিনাথ মজুমদার এ উপমহাদেশের প্রথম বাংলা সংবাদপত্র ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন। প্রথম দিকে তিনি হাতে লিখে পত্রিকাটি প্রকাশ করেন। পরে কলকাতা থেকে একটি পুরোনো মুদ্রণযন্ত্র (প্রেস) এনে সংবাদপত্র প্রকাশ করতেন। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর কুষ্টিয়ার কুমারখালী শহরে তার স্মরণে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করে। ২০২৩ সালে কাঙাল হরিনাথ মজুমদারের ঐতিহাসিক সেই এমএন প্রেসটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয়। মাত্র ৫০ টাকা খরচ করে কুষ্টিয়া শহর থেকে বাস, ইজিবাইক বা রিকশায় চেপেই যাওয়া যাবে কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে।
কবি আজিজুর রহমান
‘আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইবো কথা’; ‘নাই বা তুমি এলে’, ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা এবং গীতিকার কবি আজিজুর রহমানের জন্ম কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে। একুশে পদকপ্রাপ্ত এই কবি ও গীতিকার দুই হাজারেরও বেশি গান রচনা করেছেন। কুষ্টিয়া শহর থেকে মাত্র ২০-৩০ টাকা ভাড়ায় যাওয়া যায় হাটশ হরিপুর ইউনিয়নে কবির ভিটায়।
ইউটিউব ভিলেজ
সোশ্যাল মিডিয়া ইউটিউবের কল্যাণে শিমুলিয়া গ্রামের নাম বদলে হয়ে গেছে ‘ইউটিউব ভিলেজ’। গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও ২০১৬ সালের পর এটি পরিচিত হচ্ছে ইউটিউব ভিলেজ নামে। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্যবর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। কুষ্টিয়ার চৌড়হাস মোড়, কেন্দ্রীয় বাস ডিপো অথবা শহরতলির মোল্লাতেঘরিয়া থেকে বাস অথবা সিএনজিচালিত অটোরিকশাযোগে খোকসা বাসস্ট্যান্ডে নামতে হবে। কুষ্টিয়া থেকে খোকসা পর্যন্ত বাসভাড়া ৪০ টাকা। খোকসা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা বা ভ্যানে যেতে হবে শিমুলিয়ার ইউটিউব পার্কে। এখানে জনপ্রতি ভাড়া ১৫ থেকে ২০ টাকা। খোকসা বা ইউটিউব ভিলেজে রাতে থাকার কোনো ব্যবস্থা না থাকায় সন্ধ্যার মধ্যেই আপনাকে ফিরতে হবে কুষ্টিয়া শহরে।
ঢাকা থেকে কুষ্টিয়ায় ট্রেন বা বাস যাওয়া যায়। কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য বাস রয়েছে। নন-এসি বাসভাড়া ৬০০ টাকা ও এসি বাসভাড়া এক হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। শহরের মজমপুর গেট এলাকায় বাস নামিয়ে দেবে। ট্রেনে যেতে চাইলে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস অথবা মধুমতি এক্সপ্রেস রয়েছে। কমলাপুর রেলস্টেশন থেকে সকালে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায়, মধুমতি এক্সপ্রেস বিকেলে এবং রাতে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনে গেলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে নামতে হবে। শোভন চেয়ারের ভাড়া ৪৫০ টাকা, এসি ভাড়া ৭০০ টাকা ও কেবিনের ভাড়া ১ হাজার ৮০ টাকার আশেপাশে পড়বে।
কুষ্টিয়ায় কোনো পাঁচতারকা মানের হোটেল নেই। তবে মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। শহরের দিশা টাওয়ার, খেয়া রেস্তোরাঁ, হোটেল প্রীতম, হোটেল পদ্মাসহ মজমপুর এলাকায় বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। হোটেলগুলো এসি ও নন-এসি দুই ধরনেরই সুবিধা দিয়ে থাকে। এসব হোটেলের রুম ভাড়া ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা