ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণাকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, প্রচারণার মাঝেই এ হামলা চালানো হয়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, খবর পেয়েছি যে তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। একটি টিম ঘটনাস্থলে গেছে, নিশ্চিত হয়ে তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের একটি থেকে গুলি ছোড়া হয়।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা এই ছাত্রনেতা রাজপথে সক্রিয় ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোর থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন।
গত নভেম্বর মাসে বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে মৃত্যুসহ নানা ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারের নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা
হাদিকে দেখতে এসে ঢাকা মেডিকেলে তোপের মুখে মির্জা আব্বাস
মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি