December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:25 pm

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নাটোরে প্রতিনিধি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার প্রতিবাদে নাটোরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

শুক্রবার রাত ৮টার দিকে নাটোর শহর জামায়াতের আয়োজনে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চাউলপট্রি মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে। সভায় জামায়াতের শহর আমীর অধ্যপক রাশেদুল ইসলাম রাশেদ এর সভাপত্বিতে এতে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর জামায়াতের সেক্রেটারি আলী আল মাসুদ মিলন এবং জেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, নির্বাচনি পরিবেশকে নষ্ট করতেই  এমন সহিংস হামলা করা হয়েছে। কারা এই সন্ত্রাসী হামলা করেছে তা দ্রুত খুজে বের করে আনতে হবে। তানা হলে এই সরকার ব্যর্থতার পরিচয় দিবে। একই সঙ্গে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলার সাথে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দবী করেন।

উল্লেখ, শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।