অনলাইন ডেস্ক :
হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। মেডিকেল পরীক্ষার পর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইটালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ম্যাকাবি খাইফার কাছে ২-০ গোলে হেরে যায় জুভেন্টাস। এই হারের ম্যাচে প্রথমার্ধে ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় ২৪ মিনিটের মাথায় মাঠ ছাড়েন ডি মারিয়া। ব্যথা এতটাই গুরুতর ছিল মাঠ ছাড়ার সময় মারিয়াকে খুব হতাশ লাগছিল। জার্সিতে মুখ ডেকে মাঠ ছাড়েন তিনি। কাতার বিশ্বকাপের বাকি আর পাঁচ সপ্তাহের মত। বিশ্বকাপের আগে ডি মারিয়ার এই চোট দুশ্চিন্তায় ফেলে দেয় আর্জেন্টিনাকে। অবশ্য বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগেই সুস্থ হয়ে উঠবেন ৩৪ বছর বয়সী তারকা। এমনটাই জানিয়েছে তাঁর ক্লাব জুভেন্টাস। ইটালিয়ান ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে,’ডি মারিয়ার রিকভারি করতে প্রায় ২০ দিনের মত সময় লাগবে।’
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার