অনলাইন ডেস্ক :
হ্যামস্ট্রিং ইনজুরিতে দুই ম্যাচ আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। দল শুক্রবার দেশে ফিরলেও তিনি গত বুধবার টিম হোটেল ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গেছেন। প্রত্যাশা করা হচ্ছিল ছুটি কাটিয়ে আগামী ১২ নভেম্বর দেশে ফিরে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতিও নিবেন। কিন্তু ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করতে যাচ্ছেন তিনি! তাকে ঘিরে শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘সাকিবের এই ইনজুরি গ্রেড ওয়ানের, সম্পূর্ণ ফিট হতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। টি-টোয়েন্টি সিরিজ হয়তো তার মিস হতে পারে। তবে টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে খুব একটা শঙ্কা নেই।’ বিশ্বকাপে সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। ওই ম্যাচের চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন তিনি। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নেমেছিলেন। কিন্তু প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে তাকে। সাকিবের আগে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহান। ইংল্যান্ড ম্যাচের আগের দিন তাসকিন আহমেদের বল লাগে সোহানের তলপেটে। পরদিন এই কিপার-ব্যাটসম্যান খেললেও শেষ দুই ম্যাচে ছিলেন না। উইকেটকিপার ব্যাটার সোহান পাকিস্তান সিরিজের আগে সুস্থ হয়ে উঠলেও সাইফউদ্দিন ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাকি টেস্টটি মিরপুরের মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। বিশ্বকাপ ময়দান থেকে সরাসরি বাংলাদেশে চলে আসবে পাকিস্তান দল। বাংলাদেশে এসে একদিনের কোয়ারেন্টিন করে ১৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিরিজ একটি ভেন্যুতে হলেও পাকিস্তান সিরিজ হবে দুই ভেন্যুতে।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম