January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 7:47 pm

ইনজুরিতে বার্সেলোনার বিপক্ষে নেই পগবা

অনলাইন ডেস্ক :

হাঁটুর চোটে পড়েছেন পল পগবা। তাই বার্সেলোনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ইউভেন্তুসের এই ফরাসি মিডফিল্ডার। সেরি আর ক্লাবটি সোমবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের চোটের কথা জানায়। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি। তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এবং চিকিৎসা চালিয়ে যাবেন বলে জানায় ইউভেন্তুস। ম্যানচেস্টার ইউনাইটেডে ছয় মৌসুম কাটানোর পর এই মাসের শুরুতে ফ্রি ট্রান্সফারে পুরনো ঠিকানা ইউভেন্তুসে ফেরেন পগবা। প্রাক-মৌসুমে ইউভেন্তুসের প্রথম প্রীতি ম্যাচে লাস ভেগাসে শিভাস গুয়াদালাহাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলেন তিনি। তুরিনের দলটি নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বার্সেলোনার মুখোমুখি হবে। আগামী ১৫ অগাস্ট সাসসুয়েলোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ সেরি আ আসর শুরু করবে ইউভেন্তুস।