April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 2:31 pm

ইনস্টাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেসবুকের পর ইনস্টাগ্রাম স্টোরি এবার সরাসরি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্য়াপেও। শুধু সেটিংসে সামান্য বদল করলেই কাজটি করতে পারেবেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য এবং বার্তা আদানপ্রদান আরও সহজতর করার জন্য একাধিক ফিচার প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ।

এবার এই দারুণ ফিচারটি যুক্ত করলো হোয়াটসঅ্যাপ। ক্রস পোস্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেটা। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই ফিচার। এর ফলে ইনস্টাগ্রাম স্টোরি যেমন সরাসরি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে, তেমনই হোয়াটসঅ্য়াপ স্টোরি শেয়ার করা যাবে ফেসবুকেও।

তবে আপনি চাইলেই যে কোনও সময় এই সেটিংস পরিবর্তন করতে পারবেন। ইনস্টাগ্রাম স্টোরি সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে-

>> প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করুন।
>> সেটিংস অপশনে গিয়ে বেছে নিন ক্রসপোস্টিং।
>> ফেসবুক না হোয়াটসঅ্য়াপ কোথায় শেয়ার করবেন, তা বেছে নিন। এরপর ইনস্টাগ্রাম স্টোরি দিন। দেখবেন তা শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও।

হোয়াটসঅ্যাপ স্টোরি সরাসরি ফেসবুকে শেয়ার করতে-

>> নিজের ফোনে হোয়াটসঅ্য়াপ অ্যাপ খুলুন।
>> সেটিংস অপশনে যান।
>> প্রাইভেসি অপশনে যান।
>> বেছে নিন স্ট্যাটাস।
>> সেখানেই অপশন পাবেন, সরাসরি কোথায় শেয়ার করতে চান স্টোরিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া