November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 3rd, 2024, 6:29 pm

ইন্টারনেটের মেয়াদহীন প্যাকেজ চালুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দেশের বিভিন্ন মোবাইল কম্পানিগুলোকে কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন।

মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে উপদেষ্টা এ আহ্বান জানান। রবিবার (০৩ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ বৈঠক হয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনসমর্থিত।

তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে আগ্রহী সরকার।

অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে জানিয়েছে নাহিদ ইসলাম বলেন, সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে।

যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।