May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 13th, 2025, 6:37 pm

ইন্টার্নশীপের তিন মাসের ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা ব্যুরো: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) মঙ্গলবার (১৩ই মে) অস্থায়ী ক্যাম্পাস-১ এ ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থীরা এক আন্দোলন ও মানববন্ধন করেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচের শিক্ষার্থীরা  কারিকুলাম অনুযায়ী বারো মাস ব্যাপী ইন্টার্নশিপ সম্পন্ন করেন। গত তিন মাস ব্যাতিত (ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল) বাকি নয় মাসের নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হয়।

শিক্ষার্থীরা প্রশাসনের নিকট এ বিষয়ে জানতে চাইলে, প্রশাসনের পক্ষ থেকে  শিক্ষার্থীদের একত্রে তিন মাসের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়।

কারণ হিসেবে বাজেটের ঘাটতি উল্লেখ করা হয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক জুন-জুলাই মাসে বাজেট আসলে তা পরিশোধ করার আশ্বাস দেয়া হয়। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় যে, ইন্টার্নিশিপের ভাতা না পাওয়া পর্যন্ত, কেউ পরীক্ষায় বসবে না। পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবার পরেও বকেয়া টাকা পরিশোধ করা হয় নি। যার প্রেক্ষিতে গত ৩ই মে ফাইনাল পরীক্ষা শিক্ষার্থীরা বয়কট করেন। এতেও প্রশাসনের টনক না নড়ায়, শিক্ষার্থীরা প্রশাসনকে বিষয়টি সরাসরি অবগত করলে, প্রশাসন ইন্টার্নশিপের বকেয়া ভাতা প্রদানের ক্ষেত্রে পূর্বে নিশ্চয়তা দিলেও পরে তা অস্বীকার করে।

উক্ত পরিস্থিতিতে শিক্ষার্থীরা আজ আন্দোলন ও মানববন্ধন করেন। আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, আমাদের দাবি দুইটি। এক হলো, আমাদের বকেয়া নায্য টাকা অতিদ্রুত পরিশোধ করতে হিবে এবং দুই, ফাইনাল পরীক্ষা অতিসত্ত্বর সম্পন্ন করতে হবে।