দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রাইভেট ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)- এর যৌথ উদ্যোগে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করবে। ‘Unity-Mobilizing-Progress’ –স্লোগানকে সামনে রেখে পুনাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় জীবনের দিকে অনুপ্রাণিত করতে কাজ করছে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্য, ফিটনেস ও খেলাধুলার প্রতি নতুন করে অনুপ্রাণিত করা এবং একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে পুনাব।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় শতাধিক বডি বিল্ডার অংশ নেয়। চার ক্যাটাকরির হলো- ম্যান্স ফিজিক, ওপেন বডিবিল্ডিং (৬০, ৬৫+, ৭০ ও ৭০+ ) এবং ওপেন ডেনিস জিন্স।
১৬৬ সেন্টিমিটার ও ৭০ কেজি ক্যাটাকরিতে প্রথম স্থান লাভ করেন সৈয়দ মনজুর। ওপেন ডেনিস জিন্স এবং ওপেন বডিবিল্ডিং ইভেন্টে দুটি প্রথম স্থান লাভ করেন ফুয়াদ সিয়াম। ৭০+ কেজিতে ম্যান ফিজিক প্রতিযোগিতায় প্রথম হন সচীন। ম্যান ফিজিক ও ওপেন বডিবিল্ডিং ইভেন্টে ৩ স্থান লাভ করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সাঈম খান তুষার।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক (প্রান্তিক উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি),হাবিবুর রহমান অতিরিক্ত সচিব জন প্রশাসন মন্ত্রনালয়, এমডি রবিউল আলম রুহিন চেয়ারম্যান রিয়া গ্রুপ, রফিকুল ইসলাম রতন সভাপতি, খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ, ডক্টর আরিফুর রহমান মোল্লা, সাবেক সহ সভাপতি জাসাস, আবু সুফিয়ান তাজ (ফাউন্ডার, ফিটলাইফ-বিডি), আব্দুল্লাহ আল খালেদ (কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন), আসিফ মোহাম্মদ বিন আলম (ভাইস প্রেসিডেন্ট, পুনাব এবং ফাউন্ডার, ফিটসেল্ফ বিডি) ও বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান সহ বিচারকগণ।
৩ জন পদক বিজয়ীকে (সকল ক্যাটাগরি সম্মেলিতভাবে) প্রাইজ মানি প্রদান করা হয়। প্রতিযোগিতার সার্বিক দায়ীত্বে ছিলেন পুনাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম।
আসিফ বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল, তরুণ সমাজকে শরীর চর্চা ও গঠনে উদ্বুদ্ধ করা । বর্তমান তরুণদের বিপথে যেতে না দেয়ার মাধ্যম হিসেবে শরীর চর্চার অনেক বড় ভূমিকা আছে। কারণ সুস্থ দেহ, সুস্থ মন ও সুস্থ মস্তিষ্ক তৈরি করে। পাশাপাশি আমরা এই উদ্যোগের মাধ্যমে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তরুণ বডিবিল্ডারদের প্রমোট করতে চাই। তৈরি করতে সুস্থ ও মানবিক তরুণ প্রজন্ম।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা