August 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 31st, 2025, 4:14 pm

ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাসভবনে রাতভর হামলা-ভাঙচুর ও লুটপাট

 

ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এর আগে একটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়।

অর্থমন্ত্রীর বাসভবনে প্রত্যক্ষদর্শী রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে।

আইনপ্রণেতাদের জন্য আর্থিক সুবিধার বিরুদ্ধে একটি সমাবেশে পুলিশের গুলিতে ট্যাক্সি চালক আফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর এক বছরেরও কম সময়ের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানী জাকার্তার পার্শ্ববর্তী শহর দক্ষিণ তাঙ্গেরাং-এ দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতীর বাড়িতে রোববার ভোরের দিকে দুই দফা লুটপাট করা হয়েছে বলে প্রতিবেশী ড্যামিয়ানাস রুডলফ উল্লেখ করেছেন।

ড্যামিয়ানাস রুডলফ নামের ৩৪ বছর বয়সী ওই নারী এএফপিকে বলেন, প্রথম দলে দুই থেকে তিনজন করে কয়েক ডজন মোটরসাইকেল আরোহী ছিলেন এবং দ্বিতীয় দলে প্রায় ১৫০ জন ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ঘটনার সময় শ্রী মুলিয়ানি বাড়ির ভেতরে ছিলেন না।

তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যিনি একসময় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির তিনজন প্রেসিডেন্টের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন আইনপ্রণেতার বাড়িতেও লুটপাট করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, রোববার ভোরে ন্যাসডেম দলের আরেক রাজনীতিবিদ নাফা উরবাখের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

পুলিশ প্রধান লিস্টিও সিগিট প্রাবোও জানান, প্রেসিডেন্ট অরাজক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর তাদের নাগরিকদের দূতাবাসের মাধ্যমে সতর্ক করে বলেছে, ভিড় এড়াতে এবং বিক্ষোভস্থল থেকে দূরে থাকতে।

প্রেসিডেন্ট প্রাবোও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ডেলিভারি রাইডারের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে চীনে পূর্বনির্ধারিত সামরিক কুচকাওয়াজ সফর বাতিল করেছেন।

এনএনবাংলা/