January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 6:43 pm

ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প: সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে সমুদ্রের তলদেশে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।দেশটির আবহাওয়া সংস্থা সুনামির তরঙ্গ সম্ভবনার ব্যাপারে সতর্ক করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে ১৮.৫কিলোমিটার (১১.৫ মাইল) গভীরতায় আঘাত হানে এবং মাউমেরে শহরের ১১২ কিলোমিটার (৭৪ মাইল) উত্তরে অবস্থিত ছিল।

ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ওই এলাকার বাসিন্দারা ভূমিকম্পটি তীব্রভাবে অনুভব করেছেন। টিভি ফুটেজে দেখা যাচ্ছে,লোকজন ধাক্কায় কেঁপে উঠা ভবনগুলো থেকে বেরিয়ে যাচ্ছে।

মুহারি বলেন,এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য নেই। তবে দ্রুত প্রতিক্রিয়া দল তথ্য সংগ্রহের জন্য কাজ করছে।

হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।