সিনহুয়া, জাকার্তা :
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিধসে অন্তত ১৫ শ্রমিক নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে সুমাত্রার সোলোক অঞ্চলের নাগারি সুঙ্গাই আবুতে এ ঘটনা ঘটে।
সোলোক দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১৫ জন খনি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
তার মতে, ক্ষতিগ্রস্থদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ভারী সরঞ্জামসহ আরও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
অবৈধ খনিগুলোর কারণে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়াজুড়ে বিগত বছরগুলোতেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
জুলাই মাসে পূর্বাঞ্চলীয় গোরোনটালো প্রদেশে অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসে ২০ জনেরও বেশি লোক নিহত হয়। ওই ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন
পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড: ‘এটা বাংলাদেশ নয়’, তীব্র সমালোচনার মুখে ডানপন্থি নেতা ভেনতুরা
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ