অনলাইন ডেস্ক :
এ বছরের শুরুতে আরবাজ খানের এক শোতে সালমান খান ঘোষণা করেন যে ‘দাবাং ৪’ আসবে। তিনি তার জনপ্রিয় চরিত্র ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’ হয়ে ফিরবেন। তবে কবে শুটিং হবে তা নিশ্চিত করেননি। সিনেমাতে সালমান খানকে ইন্সপেক্টর চুলবুল পান্ডে চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন সালমান। আর থাকবেন সোনাক্ষী সিনহাও। তিনি আরও জানান, তিগমাংশু ধুলিয়া এক বছরেরও বেশি সময় ধরে ছবির স্ক্রিপ্টে কাজ করছেন। আশা করা হচ্ছে স্ক্রিপ্টটি সম্পূর্ণ হবে দ্রু। আগামী বছর সালমানকে তা দেখানো হবে। পছন্দ হলেই চুলবুল পান্ডে হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন ভাইজান। এর আগে ২০১৯ সালে সর্বশেষ মুক্তি পায় তখন এ ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘দাবাং থ্রি’। সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে মিশ্র অভিজ্ঞতা থাকলেও নতুন কিস্তির অপেক্ষায় আছেন দর্শক। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সালমান ভক্তরা ‘দাবাং ৪’ – এর দাবি তুলে থাকেন। আসছে বছরে সালমান খান বেশ কিছু চমক নিয়ে আসবেন। যার মধ্যে রয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘টাইগার ৩’, ‘নো এন্ট্রি ২’, ‘বজরঙ্গি ভাইজান ২’।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত