২০২২-২৩ অর্থবছরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ বছর গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা (শূন্য দশমিক ৮৯ শতাংশ)।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক রাজিবুল ইসলাম কনক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া জানান, তারা ২১০ কোটি ৪০ লাখ টাকার বাজেট প্রস্তাব করলেও ইউজিসি ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা অনুমোদন করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন অনার্স-মাস্টার্স শিক্ষকরা
১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব ও বইমেলা