July 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 8:06 pm

ইবি’র দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ

{"fte_image_ids":[],"remix_data":[],"source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"crop":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সবুর নিয়োগ পেয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ সূত্রে, ইইই বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতির মেয়াদ ৫ জুলাই (২০২৫) শেষ হলে ওই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন ৬ জুলাই থেকে সভাপতি হিসেবে নিয়োগ পান। এদিকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে ২৩ জুন (২০২৫) থেকে বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুস সবুরকে নিয়োগ দেয়া হয়।

তাঁদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছরের জন্য নিয়োগ দেয়া হয় এবং দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘গত ৩০ জুন থেকে দায়িত্ব গ্রহণ করি। আগের সভাপতি অব্যাহতি নেওয়ায় হুট করে দায়িত্ব নিয়েছি। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারি মতো বিভাগ থেকে শুরু করে সবার সহযোগিতা কামনা করছি।’

ইইই বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ‘আজকে (৭ জুলাই) দায়িত্ব গ্রহণ করেছি। গতকাল নেওয়ার কথা ছিল। তবে বন্ধ থাকায় আজ থেকে শুরু। শিক্ষার্থীবান্ধব কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পথচলা শুরু হবে।’