September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 5:37 pm

ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের সশ্রম কারাদণ্ড

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা।

২০২৩ সালের ৭ ডিসেম্বর ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ইভ্যালি পরিকল্পিতভাবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বাদীর দাবি, ইভ্যালির ফেসবুক পেজে প্রকাশিত আকর্ষণীয় অফার দেখে তিনি ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা পরিশোধ করেছিলেন। কোম্পানি ৭ থেকে ৩০ দিনের মধ্যে সরবরাহের প্রতিশ্রুতি দিলেও কোনো পণ্য দেয়নি; বরং বিভিন্ন আশ্বাস দেখিয়ে অর্থ আত্মসাৎ করে।

মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়। পরে একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। বিচারিক কার্যক্রমে মোট তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

এনএনবাংলা/