ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকদের পাওনা পরিশোধে প্রতিষ্ঠানটির সাতটি গাড়ি নিলামে বিক্রি করেছেন হাইকোর্টের গঠন করে দেয়া পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার গাড়িগুলো দুই কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
দীর্ঘ নিলাম প্রক্রিয়ার পর সাতজন ক্রেতা গাড়িগুলো সর্বোচ্চ দামে কিনে নেন। নিলামের পর আয়োজক ও অংশগ্রহণকারী সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
নিলাম শেষে বিচারপতি মানিক নিলাম প্রক্রিয়া ও দাম নিয়ে তার সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘গাড়ির দাম নিয়ে আমরা সন্তুষ্ট।’
—ইউএনবি
আরও পড়ুন
জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫২০৯ কোটি টাকা
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা