অনলাইন ডেস্ক :
অভিনেতা ইমতুর সাথে জুটি বাঁধলেন হালের নবাগত অভিনয় শিল্পী আফিয়া। “ভালোবাসার সেঞ্চুরি” ও ” লাভ ডে ” এই দুটি প্যাকেজ নাটকে এক সাথে দেখা যাবে তাদের। দুটি নাটকই রচনা ও পরিচালনা করেছেন মো : আবুল কাশেম মন্ডল। ভিক্টরি মিডিয়া এ- কমিউনিকেশনস লিমিটেড প্রযোজনায় প্যাকেজ নাটক দুটোতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, আহমেদ সাব্বির রোমিও, হাসিমন, রাতিশ, উর্মি বিশ্বাস সৈকত, রোজা, ফাইম ও শুভ। নাটক দুটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। সামনে মাসে দুটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে পরিচালক জানিয়েছেন। পরিচালক বলেন, এই দুটি নাটকে আমি বেশ কিছু নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করেছি। তারা সবাই বেশ ভালো অভিনয় করেছেন। বিশেষ করে নবাগত হিসেবে আফিয়া অনেক সাবলীল অভিনয় করেছেন। দুটি নাটকেই তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিবে বলে আমি মনে করি।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত