অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনেটর ইজাজ চৌধুরী, পাঞ্জাবের জ্যেষ্ঠ নেতা মিয়া মেহমুদ উর রশিদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলটির ‘আজাদি মার্চ’কে সামনে রেখে মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। খবর জিও নিউজের।গত মাসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান একসময়কার তারকা ক্রিকেটার ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকে সারা দেশে গণসমাবেশ করে নতুন জোট সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তিনি।এর অংশ হিসেবে বুধবার (২৫ মে) রাজধানী ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ ঘোষণা করেন ইমরান। এ লংমার্চ রুখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও দলের নেতাকর্মীদের নিয়ে নতুন নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন ইমরান খান। লংমার্চ ঠেকাতে বুধবার দলটির জ্যেষ্ঠ নেতাদের ধরপাকড় শুরু করে দেশটির পুলিশ। পাঞ্জাবে সাবেক জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার, উসমান দার ও বাবর আওয়ানের বাড়িতেঅভিযান চালানো হয়েছে। লাহোরে অভিযান চলার সময় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে জ্যেষ্ঠ পিটিআই নেতা মিয়া মেহমুদ উর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। জন আদেশ রক্ষণাবেক্ষণ আইন (এমপিও)-এর ১৬ ধারার আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে সাবেক শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদের বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। তবে তিনি তখন বাড়িতে ছিলেন না।পিটিআইয়ের মুখপাত্র দাবি করেছেন, সিনেটর ইজাজ চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাত এলাকায় তাঁকে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ