December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 7:55 pm

ইমরান খানের দলের সঙ্গে আলোচনায় কমিটি গঠন করলেন শাহবাজ

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সঙ্গে আলোচনার জন্য জোট সরকারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কমিটিতে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, রাজা পারভেজ আশরাফ, নাভিদ কামার, ডা. খালিদ মকবুল সিদ্দিকী, আবদুল আলিম খান ও চৌধুরী সালিক হুসেন।
এর আগে সরকারের সঙ্গে আলোচনার জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠা ইমরান খান একটি কমিটি গঠন করেছেন।

জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সুপারিশে আলোচনার জন্য কমিটি করেন শাহবাজ শরিফ।

অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এই মামলাগুলো মূলত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত।

এটিসির বিশেষ বিচারক আমজাদ আলী শাহ ১৩ জানুয়ারি পর্যন্ত তার জামিন অনুমোদন করেন। এটি ইমরানের স্ত্রীর জন্য সাময়িক স্বস্তিদায়ক হলেও আইনি লড়াই চালিয়ে যেতে হবে।