অনলাইন ডেস্ক :
লিগ কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সেই দায়িত্ব তুলে দিয়েছেন ইমরুল হাসানের হাতে। এ বছর পেশাদার লিগ চলবে বসুন্ধরা কিংস সভাপতির তত্ত্বাবধানেই। ইমরুল বাফুফের সহ সভাপতিও। জানিয়েছেন, লিগ পরিচালনায় তাঁর ক্লাব পরিচয়য়ের চেয়ে সেই সত্ত্বাটাই মুখ্য থাকবে। ‘পেশাদার লিগের সবগুলো ক্লাবকে বলতে চাই আপানারা আমার কাছ থেকে নিরপেক্ষতা পাবেন। সভাপতি আমার ওপর আস্থা রাখায় আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। বিতর্ক সঙ্গী করেই আমাদের চলতে হয়। সেই বিতর্ক যতটা কম হয় সেটাই থাকবে আমার লক্ষ্য। ’- দায়িত্ব পেয়ে বলেছেন ইমরুল হাসান। দীর্ঘ সময় লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আবদুস সালাম মুর্শেদী।
এক বছর হলো সেই দায়িত্ব নিজের হাতে নিয়েছেন সালাউদ্দিন। তা আবার ছেড়ে দেওয়া নিয়ে তিনি বলেছেন, ‘আমি ছাড়লাম। কারণ এটায় পূর্ণ মনোযোগ প্রয়োজন হয়। এটা বিশাল কাজ। আমি দায়িত্ব নিয়েছিলাম কারণ তখন অনেক কিছুই ঠিকঠাক চলছিল না। এখন এটা কাঠামোর মধ্যে এসেছে। সভাপতি হিসেবে আমার আরও ২০ টা বিষয়ে নজর দেওয়া হয়েছে। সবই গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এই দায়িত্বটা এখন ইমরুল সাহেবকে দিচ্ছি। উনি খুবই দক্ষ একজন লোক।’ ইমরুল হাসান জানিয়েছেন সঠিক সময়ে লিগ শুরু ও সময়তো লিগ শেষ করায় নজর দেবেন তিনি। দলবদলের আন্তর্জাতিক সূচির সঙ্গেও সমন্বয়ের কথাও বলেছেন তিনি। যাতে বড় দলগুলো ভাল মানের বিদেশী খেলোয়াড় আনতে পারে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল