অনলাইন ডেস্ক :
এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাই আমিরাত সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ শনিবার একটি সরকারি আদেশ জারি করেছেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, যারা ভিসার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামি চিন্তাবিদ, মুফতি কমপক্ষে ২০ বছর ধরে দুবাইয়ে ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন, তাদের এই ভিসা দেওয়া হবে। ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এ ঘোষণা দেন। এ ছাড়া ঈদ উপলক্ষে ইসলামি ব্যক্তিত্বদের উপহার দেয়ার ও ঘোষণা দিয়েছেন যুবরাজ। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই বিশেষ ভিসা বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশী নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাসকারী বিদেশী নাগরিকদের দেওয়া হয়। যারা এই ভিসা পাবেন তারা দেশের প্রায় সব সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাথমিকভাবে বেসরকারি ও আবাসন খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তি, উদ্ভাবক, বিজ্ঞানী, চিকিৎসক ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিদের এই ভিসা দেওয়া হতো। কিন্তু তিন বছর পর আমিরাত সরকার অন্যান্যের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে সুশীলা, করলেন মোদির প্রশংসা
মালয়েশিয়ায় দুইদিনে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক
কাতারে ইসরাইলের হামলা, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিন্দা