October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 6:20 pm

ইয়াবাসহ কালীগঞ্জে আটক-১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করে থানা পুলিশ। সাথে থাকা একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ আলী হোসেন এর বাড়ির সামনের পাকা রাস্তা হতে সজিব খান (২০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামী সজিব আজমপুর পূর্বপাড়া এলাকার মোশারফ খানের পূত্র। অপর আসামী একই এলাকার বাছিরের পূত্র নাজমুল পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে পরস্পরের যোগসাজসে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮,তারিখ ২৪/৯/২৫ ইং।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাজী মোহাম্মদ ওমর ফারুক