কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে ২০পিছ ইয়াবা জব্দ করে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকায় অভিযান চালায়। এসময় গোল্লারটেক খরাদী বাড়ী ঈদগাঁহ মাঠ সংলগ্ন এলাকার পাকা রাস্তার পাশে দাড়িয়ে ইয়াবা বিক্রি করার সময় জামালপুর ইউনিয়নের গোল্লারটেক এলাকার তমিজ উদ্দিন খরাদীর পূত্র মো. আমজাদ হোসেন খরাদী (৩৫) ও ইয়াবা ক্রয় করার সময় একই এলাকার মো. সোহেল শেখের পূত্র মো. রবিউল হাসানকে (২২) গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়. আসামী মো. আমজাদ হোসেন খরাদী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে একজন শীর্ষ মাদক কারবারী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৭, তারিখ-৩১/১২/২০২৫
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে আসামীদেরকে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন