February 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 27th, 2025, 2:22 pm

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

অনলাইন ডেস্ক:
গেল শনিবার থেকে মাঠে গড়িয়েছিল ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। ২০২৪-২৫ সেশনেও ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর। যেখানে চার দলের মধ্যে ছিল সাউথ জোন (খুলনা-বরিশাল), সেন্ট্রাল জোন (ঢাকা+ঢাকা মেট্রো), ইস্ট জোন (চট্টগ্রাম সিলেট), নর্থ জোন (রাজশাহী+রংপুর)।

আজ বৃৃহস্পতিবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামলো টি-টোয়েন্টি লিগের। দিনের শুরুতে প্রথমে ব্যাট করে ইস্ট জোন সবকটি উইকেট হারিয়ে করেছিল ১১৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ফাহিম মুনতাসির করেন ৩০ বলে ৩৫ রান। সাউথ জোনের হয়ে ২টি করে উইকেট নেন মেহেরব হাসান, ইয়াসিন হাওলাদার এবং আল আমিন হোসেন।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে আজিজুল হাকিম তামিম শুরু করেন ঝোড়ো ব্যাটিং। একের পর এক চার ছয়ে বলকে করেন সীমানাছাড়া। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় সাউথ জোন। তামিম ৪৪ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

আগামী এপ্রিলের ২১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ওয়ানডে খেলতে দেশ ছাড়বে আজিজুল হাকিম তামিমের দল। যে সিরিজ চলবে ৯ মে পর্যন্ত। এছাড়া চলতি বছরে যুবাদের রয়েছে একাধিক সিরিজ, রয়েছে এশিয়া কাপও।