এপি, ইরাক :
ইরাকের উত্তরাঞ্চলে এক খ্রিস্টান বিয়ের আয়োজক হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। বুধবার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ বলেছে, ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার (২০৫ মাইল) উত্তর-পশ্চিমে মসুল শহরের ঠিক বাইরে এটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিয়ের হলের ওপর দিয়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।
বেঁচে যাওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে তাদের অক্সিজেন ও ব্যান্ডেজ দেওয়া হয়েছে।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য বিভাগ মৃতের সংখ্যা ১১৪ জনে উন্নীত করেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর এর আগে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে আহতের সংখ্যা ১৫০ বলে জানিয়েছিলেন।
আল-বদর বলেন, ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে।’
অনলাইনে এক বিবৃতিতে তার কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছেন।
নিনেভেহ প্রদেশের গভর্নর নাজিম আল-জুবরি বলেন, আহতদের কয়েকজনকে আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগুনে হতাহতের কোনো চূড়ান্ত সংখ্যা এখনও পাওয়া যায়নি। যা মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে ইঙ্গিত দেয়।
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য