December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 2nd, 2023, 8:55 pm

ইরাকের পিকেকে ঘাঁটিতে তুরস্কের পাল্টা হামলা

অনলাইন ডেস্ক :

তুরস্কের আঙ্কারায় আত্মঘাতী সন্ত্রাসী হামলার পর নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী পিকেকে এর স্থাপনা লক্ষ্য করে ইরাকের উত্তরাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। খবর আল জাজিরার। গত রোববার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গোষ্ঠীর গুহা, আশ্রয়কেন্দ্র এবং ডিপোসহ প্রায় ২০টি লক্ষ্যবস্তু তুর্কির বিমান অভিযানে “ধ্বংস” করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্কের সামরিক বাহিনী ইরাকের গারা, হাকুরক, মেটিনা এবং কান্দিলের পিকেকে ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই অভিযানের লক্ষ্য ছিল, পিকেকে সন্ত্রাসী এবং তাদের ঘাঁটি গুলোকে ধ্বংস করা, আমাদের জনগণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে উত্তর ইরাক থেকে হওয়া সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে গত রোববার তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় দুই সন্ত্রাসী। ওই বোমা হামলায় পিকেকে নিজেদের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে। এএনএফ বার্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের পার্লামেন্টের উদ্বোধনের সময় বোমা হামলার পরিকল্পনা করেছিল পিকেকে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচিত।