অনলাইন ডেস্ক :
সোমবার ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার হয়েছেন। তেহরান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরই দিলো সাপ্তাহিক মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির অনলাইন ভার্সন। তারা জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে প্রতিবাদ মুখর থাকায় দুই সহ নির্মাতা চলতি সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন। তাদের নিয়ে সোচ্চার ছিলেন পানাহি। তারই প্রেক্ষিতে সোমবার ‘দ্য মিরর’ খ্যাত এই নির্মাতাকেও গ্রেপ্তার করা হলো। ইরানের কট্টর ইসলামিক সরকারের সমালোচনার দায়ে এরআগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন গোল্ডেন বিয়ারজয়ী জাফর পানাহি। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে। ভ্যারাইটি জানিয়েছে,সম্প্রতি ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। সহ নির্মাতাদের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে সোমবার গ্রেপ্তার হন জাফর। মূলত, গত মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি ভবন ধসে ৪৩ জনের মৃত্যুর পর সাধারণ জনগণের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল আহমেদ ও রাসুলফ। ‘পুট ইওর গান ডাউন’ হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ইরনা। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার ছিলেন জাফর পানাহি, তিনিসহ ইরানের ৭০ জন নির্মাতা গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন। এর মধ্যেই পানাহিকে গ্রেপ্তারের খবর এল। এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র পরিচালকের গ্রেপ্তার হওয়ার বিষয়টিকে নজরবিহীন ঘটনা বলে মনে করছে বিশ্ব চলচ্চিত্র পরিচালক সমাজ। তারা বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে তিন নির্মাতার মুক্তির দাবি তুলেছে।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির