অনলাইন ডেস্ক :
ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বনিসদর ফ্রান্সের রাজধানী পেরিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।আল জাজিরার খবরে বলা হয়, প্রেসিডেন্ট পদ হারানোর পর দেশ ছেড়ে পালিয়ে পেরিসে বসবাস শুরু করেন বনিসদর। আমৃত্যু তিনি সেখানেই ছিলেন। শনিবার তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ অসুস্থতার পর ৮৮ বছর বয়সে ফ্রান্সের রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন আবুলহাসান বনিসদর। পশ্চিম ইরানের হেইমদেন প্রদেশে ১৯৩৩ সালে বনিসদরের জন্ম। তার বাবা ছিলেন এক সুপরিচিত ধর্মীয় নেতা। তিনি রুহোল্লাহ খোমেইনির বন্ধু ছিলেন। এই খোমেইনির নেতৃত্বে ইরানে মোহাম্মদ রেজা পহলভির বিরুদ্ধে ইসলামি বিপ্লব সংগঠিত হয়েছিল। বিপ্লবের কিছুদিন পরই প্রেসিডেন্ট নির্বাচিত হন বনিসদর। নানা সংকটের মুখে ১৯৮১ সালে অভিসংশিত হয়ে প্রেসিডেন্ট পদ হারান তিনি। পরে ফ্রান্সে আশ্রয় নেন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩