অনলাইন ডেস্ক :
পূর্ব ইরানে বুধবার ভোরে একটি যাত্রীবাহী ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন গুরুতর রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে, যদিও বিপর্যয় সম্পর্কে প্রাথমিক বিবরণ অস্পষ্ট রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
উদ্ধারকারী দলগুলো অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে দুর্গম এলাকায় পৌঁছেছে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব কঠিন।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি একটি খননকারীর সাথে ধাক্কা খেয়েছে।
২০১৬ সালে ইরানে আরেকটি ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়।
দেশটিতে সবচেয়ে বড় ট্রেন বিপর্যয় ঘটে ২০০৪ সালে। পেট্রল, সার, সালফার এবং তুলাবোঝাই একটি ট্রেন ঐতিহাসিক শহর নেশাবুরের কাছে বিধ্বস্ত হয়। এতে প্রায় ৩২০ জন নিহত, ৪৬০ জন আহত এবং পাঁচটি গ্রাম ধ্বংস হয়।
ইরানে প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮৭০০ মাইল) রেললাইন রয়েছে, যা টেক্সাসের আড়াইগুণ আয়তনের সমান।
আরও পড়ুন
রংপুরে হাসিনার বাণী প্রচার করায় কর্মকর্তা বরখাস্ত
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড
মুমিন ও কাফের দুই বাগান মালিকের ঘটনা