March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 26th, 2025, 11:53 am

ইলন মাস্কের আইনজীবীকে ভাড়া করতে চান, জেনে নিন ঘণ্টায় গুনতে হবে কত

আইনজীবী অ্যালেক্স স্পিরোফাইল ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো। তাঁর মক্কেলদের তালিকায় রয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ধনকুবের ইলন মাস্ক, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের মতো ব্যক্তিরা। ম্যানহাটানের এ আইনজীবী ঘণ্টায় কত পারিশ্রমিক নেন, জানেন? ৩ হাজার মার্কিন ডলার, যা টাকার অঙ্কে ৩ লাখ ৬৩ হাজারের বেশি।

স্পিরো এখন ম্যানহাটানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া আইনজীবীদের একজন। নামীদামি মক্কেল ও একের পর এক মামলা মোকাবিলা করার কারণে নিউইয়র্কে তিনি এখন পরিচিত মুখ। তাঁর আইনি পরামর্শক প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া দুই আইনজীবীর একজন তিনি।

স্পিরো যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেটির নাম ‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’। দেশে-বিদেশে এ প্রতিষ্ঠানের ৩৫টি শাখায় প্রায় ১ হাজার আইনজীবী কাজ করেন। সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আদালতে তাদের আইনজীবীদের নতুন পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে।

এ সম্পর্কে অবগত আছে, এমন একটি সূত্র বলেছে, সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন স্পিরো ও উইলিয়াম বার্ক। বার্ক প্রতিষ্ঠানটির বৈশ্বিক সহব্যবস্থাপনা অংশীদার। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী হিসেবে কাজ করেছেন।

‘কুইন এমানুয়েল আর্কহার্ট অ্যান্ড সুলিভান’ তাদের আইনজীবীদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করলেও এটি মাঝেমধ্যে মক্কেলভেদে তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করে বা ছাড় দেয়। তাই নির্দিষ্ট মক্কেলদের বেলায় স্পিরো বা বার্ক কত পারিশ্রমিক নেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কুইন এমানুয়েলের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে চাহিদাসম্পন্ন আইনজীবীদের পারিশ্রমিক রকেটগতিতে বেড়েছে। সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবীরা নিয়মিত ঘণ্টায় দুই হাজার বা এর বেশি ডলার পারিশ্রমিক নেন।

স্পিরো বেশ কয়েকটি মামলায় মাস্কের পক্ষে আদালতে লড়েছেন। এখন তিনি নিউইয়র্কের মেয়র অ্যাডামসের হয়ে আদালতে লড়ছেন। অ্যাডামসের বিরুদ্ধে তুরস্কের কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলা ও পারিশ্রমিকের বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে স্পিরোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি সাড়া দেননি।