August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 2nd, 2025, 6:36 pm

ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি:

‎ঢাকার  উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সখিপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান,। এ সময় তিনি বলেন,তারেক রহমানের নির্দেশে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। বিএনপি সব সময় বিমান দুর্ঘটনায় আহত নিহতদের পাশে থাকবে এবং তাদের স্মৃতি ধরে  রাখার জন্য যা যা করণীয় তাই করবে।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,  সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এম এ ছবুর রেজা, বিআরডিবি চেয়ারম্যান উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।