October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 1st, 2025, 7:01 pm

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চিকিৎসাধীন

ফাইল ফটো: মোহসীন আহমেদ কাওসার

 

জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। প্রায় সাত মাস ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।’

পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের শুরুতে কথা বলতে সমস্যা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া ও শারীরিক জটিলতায় ভুগতে থাকেন ইলিয়াস কাঞ্চন। গত ৯ এপ্রিল ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে এমআরআই পরীক্ষায় তার ব্রেনে টিউমার ধরা পড়ে।

জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরুর পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারের পুরোটা অপসারণ সম্ভব হয়নি। জীবন ঝুঁকি কমাতে কেবল একটি অংশ কাটা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হবে।

এ জন্য ৩০ দিন ধরে (সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ) চিকিৎসা চলবে। এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু অনুকূলে থাকলে চিকিৎসকরা তাকে দেশে ফেরার অনুমতি দেবেন।

এনএনবাংলা/