December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 23rd, 2024, 4:41 pm

ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল বৈরুত, নিহত অন্তত ৪

অনলাইন ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। হামলায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।

ইরানপন্থী হিজবুল্লাহর সম্প্রচারমাধ্যম আল-মানার জানায়, বৈরুতের উপকণ্ঠে বাস্তা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতের সংখ্যা ২৩। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার খবর, বিমান হামলায় আটতলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলা হয়েছে, সংখ্যাটি বেশ বড়।

লেবাননের সংবাদমাধ্যম আল-জাদেদ হামলার পরের একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করেছে। এতে একটি ভবন ধ্বংস হয়ে যেতে এবং আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।

বৈরুতের মধ্যাঞ্চলে এ সপ্তাহে এটি চতুর্থ ইসরায়েলি বিমান হামলার ঘটনা। গত শনিবার বৈরুতের মধ্যাঞ্চলের রাস আল-নাবা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা নিহত হন।

এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় কয়েক মাস ধরে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে ইসরায়েল।