গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সুলেইমান আল-ওবেইদ। অসাধারণ ফুটবল দক্ষতার কারণে যিনি পরিচিত ছিলেন ‘ফিলিস্তিনি পেলে’ নামে। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় বুধবার তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আল-ওবেইদ ছিলেন গাজার অন্যতম সেরা ফুটবল প্রতিভা। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। ক্লাব পর্যায়ে ক্যারিয়ার শুরু করেছিলেন খাদামাত আল-শাতি থেকে। এরপর খেলেছেন আল-আমারি ইয়ুথ সেন্টার ও গাজা স্পোর্টস ক্লাবের হয়ে। ২০১৬ ও ২০১৭ সালে গাজার শীর্ষ গোলদাতার তালিকায় প্রথম স্থান দখল করেন তিনি। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সক্রিয়ভাবে খেলেছেন, ক্যারিয়ারে করেছেন শতাধিক গোল।
আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন ২০১০ সালে ইয়েমেনের বিপক্ষে। এরপর খেলেছেন ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপে ও ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে।
চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৩২১ জন খেলাধুলা সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে আছেন খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা ও সংগঠকরা।
আল-ওবেইদের মৃত্যু বিশ্বজুড়ে নিন্দা ও শোকের ছায়া ফেলেছে। ফুটবল কিংবদন্তি এরিক ক্যান্টোনা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, ‘’আর কত দিন চলবে এই গণহত্যা? পাশাপাশি তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থনও জানিয়েছেন।
আরও পড়ুন
‘কখনোই আপস করব না’, ট্রাম্পের শুল্কের জেরে মোদির কড়া বার্তা
ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প
আজ হিরোশিমায় পরমাণু হামলার ৮০ বছর