October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 4:31 pm

ইসরায়েলের আক্রমণ উপেক্ষা করে, অবশ্যই গাজায় পৌঁছাবো: শহিদুল আলম

 

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলার জাহাজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।’

শহিদুল আলম জানান, তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝড়ের ভেতর দিয়ে গেলেও এখন ঝড় কমেছে। তিনি বলেন, ঝড়ের আগেই যাওয়ার জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

তিনি উল্লেখ করেন, তাদের জাহাজ ‘সুমুদ ফ্লোটিলা’র একেবারে শেষ অংশে রয়েছে এবং সামনের দিকে থাকা ফ্লোটিলাগুলো ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। শহিদুল আলম নিশ্চিত করেন, ‘সামনের দিকে যেগুলো ছিল, রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল।’ তবে তাদের জাহাজ এখনও সেই জায়গায় পৌঁছায়নি।

তিনি জানান, বুধবার সমুদ্রে তুরস্কের একটি নৌজাহাজ দেখা গেলেও সেটি দূরে ছিল। তিনি বলেন, ‘আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না।’ বর্তমানে সমুদ্র উত্তপ্ত এবং ঝড়ের আশঙ্কা থাকলেও, তারা যাত্রা চালিয়ে যাবেন বলে জানান এই আলোকচিত্রী।

এনএনবাংলা/