January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 13th, 2023, 5:15 pm

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জালালাবাদ ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, সিলেট :

ফিলিস্তিনের গাজায় বিশ্ব সন্ত্রাসী ইসরাঈল কর্তৃক বোমা বর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ১৩ অক্টোবর শুক্রবার বাদ জুমআ সিলেটের কোর্ট পয়েন্টে জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগেএক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল- আকসা ও ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমা বর্ষণ করে বিশ্ব সন্ত্রাসী ইসরাঈল চরম মানধিকার লঙ্গনের এক নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে। অবৈধ রাষ্ট্র ইসরাঈলের বোমার আঘাত থেকে রক্ষা পাচ্ছেনা নারী, শিশু, মসজিদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অত্যন্ত নির্লজ্জভাবে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো কুখ্যাত নেতানিয়াহুকে সবরকম সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিশ্বের প্রতিটি মুসলমানকে ইয়াহুদীবাদী ইসরাঈলী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে মাঠে নামতে হবে এবং সোচ্চার হতে হবে। এই প্রতিরোধ আন্দোলনের অংশ হিসাবে ইসরাঈলের তৈরী সকল পণ্য বর্জন করা আমাদের ঈমানী দায়িত্ব।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুফতি সাইদ আহমদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, শাহ আবু তুরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি বিলাল আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, সমিতির প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করীম জালালি, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহিম, সমিতির দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু উমামা মাহফুজ, কতোয়ালী থানা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুদ্দিন আনসারী।