January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 14th, 2024, 12:35 pm

ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক হামলা ইরানের

শনিবার ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক বোমা বহনকারী ড্রোন নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা পর ইরান জানায়, তারা আরও অনেক ধ্বংসাত্মক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

গত সপ্তাহের শুরুর দিকে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ২ এলিট জেনারেলসহ ১২ জন নিহত হওয়ার পর দেশটি ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল।

রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘অধিকাংশ’ ইসরায়েলের সীমান্তের বাইরে প্রতিহত করা হয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।

গাজা উপত্যকায় হামাস সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের ৬ মাসের যুদ্ধে ইসরায়েল ও ইরান সংঘর্ষের পথে রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫০ জন অপহৃত হন। গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং ৩৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

—–ইউএনবি